Saturday, August 20, 2016

রিয়াল বেটিসকে ৬-২ গোলে উড়িয়ে লিগ শুরু বার্সেলোনার ।

ঠিক যেখান থেকে লিগ শেষ করেছিল সেখান থেকেই যেন শুরু করলো বার্সেলোনা । লিগের ১ম ম্যাচে ৬ _২ গোলের জয় পেয়েছে কাতালানরা । অলিম্পিকের জন্য নেইমার না থাকলেও সহজ জয় পেতে কোন কষ্টই হয়নি তাদের ।  তাদের ৬ গোলের ১ম গোলটি আসে আদ্রা তুরানের পাঁ থেকে । মেসি করেন জোড়া গোল এবং অপর তিনটি গোল আসে সুয়ারেসের পাঁ থেকে । গতবারের সর্বোচ্চ গোলদাতার পাঁ  থেকে আসে এ মৌসুমের ১ম হ্যাট্রিক । যদিও মেসি নিজেও হ্যাট্রিকের সামনে ছিলেন তবুও তিনি সুয়ারেসকে ফ্রি কিক নিতে বলেন এবং সরাসরি ফ্রি কি কে সুয়ারেস হ্যাট্রিক পূরন করেন । সরাসরি ফ্রি কিক থেকে বার্সার জার্সি গায়ে  সুয়ারেসের এটাই ১ম গোল । রিয়াল বেতিসের হয়ে জোড়া গোল করেন কাস্ত্রো ।

No comments:

Post a Comment