This blog is not only for a specific country but also it is essential for all over the world. This blog contain all kind of article Such as news, offer,jobs, score update, schedule, Outsourcing tips etc.
Saturday, August 20, 2016
রিয়াল বেটিসকে ৬-২ গোলে উড়িয়ে লিগ শুরু বার্সেলোনার ।
ঠিক যেখান থেকে লিগ শেষ করেছিল সেখান থেকেই যেন শুরু করলো বার্সেলোনা । লিগের ১ম ম্যাচে ৬ _২ গোলের জয় পেয়েছে কাতালানরা । অলিম্পিকের জন্য নেইমার না থাকলেও সহজ জয় পেতে কোন কষ্টই হয়নি তাদের । তাদের ৬ গোলের ১ম গোলটি আসে আদ্রা তুরানের পাঁ থেকে । মেসি করেন জোড়া গোল এবং অপর তিনটি গোল আসে সুয়ারেসের পাঁ থেকে । গতবারের সর্বোচ্চ গোলদাতার পাঁ থেকে আসে এ মৌসুমের ১ম হ্যাট্রিক । যদিও মেসি নিজেও হ্যাট্রিকের সামনে ছিলেন তবুও তিনি সুয়ারেসকে ফ্রি কিক নিতে বলেন এবং সরাসরি ফ্রি কি কে সুয়ারেস হ্যাট্রিক পূরন করেন । সরাসরি ফ্রি কিক থেকে বার্সার জার্সি গায়ে সুয়ারেসের এটাই ১ম গোল । রিয়াল বেতিসের হয়ে জোড়া গোল করেন কাস্ত্রো ।
Saturday, August 6, 2016
বন্ধু দিবসের ইতিহাস
বন্ধুত্ব দিবস হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা “জয়েস হল” দ্বারা উন্নীত হয়েছিল ১৯১৯ সালে। কিন্তু, বন্ধুত্ব দিবসের ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হয় ১৯৩৫ সালে, মার্কিন কংগ্রেস ঘোষণা করেন আগস্ট মাসের প্রতি প্রথম রবিবার বন্ধুত্ব দিবস হিসেবে প্রতিপালিত হবে। সেই তখন থেকেই বন্ধুত্ব দিবস হয় জাতীয় উদযাপিত দিনগুলোর মধ্যে একটি। খুব শীঘ্রই এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস এর রুপ লাভ করে। বিশ্ব বন্ধুত্ব দিবস ধারণাটি ১৯৫৮ সালের ২০ জুলাই ডঃ
আর্তেমিও বারকো দ্বারা প্রস্তাবিত হয়, যখন তিনি তাঁর বন্ধুদের সাথে “পুয়ের্তো পিনাসকো" তে ডিনার করছিলেন। কিন্তু বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয় প্রথম বিশ্ব বন্ধুত্ব দিবস ৩০ জুলাই করার জন্য প্রস্তাবিত হয়ে ছিল ১৯৫৮ সালে। ১৯৯৭ সালে জাতিসংঘ বিশ্বময় বন্ধুত্বের আলাদা অবস্থানে নিজেদের নিয়ে যায় ৷ ২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষিত হয় ৩০ জুলাই official
International Friendship Day ৷ তবে বাংলাদেশ সহ কিছু দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস উদযাপন করে ।
আর্তেমিও বারকো দ্বারা প্রস্তাবিত হয়, যখন তিনি তাঁর বন্ধুদের সাথে “পুয়ের্তো পিনাসকো" তে ডিনার করছিলেন। কিন্তু বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয় প্রথম বিশ্ব বন্ধুত্ব দিবস ৩০ জুলাই করার জন্য প্রস্তাবিত হয়ে ছিল ১৯৫৮ সালে। ১৯৯৭ সালে জাতিসংঘ বিশ্বময় বন্ধুত্বের আলাদা অবস্থানে নিজেদের নিয়ে যায় ৷ ২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষিত হয় ৩০ জুলাই official
International Friendship Day ৷ তবে বাংলাদেশ সহ কিছু দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস উদযাপন করে ।
Friday, August 5, 2016
Subscribe to:
Posts (Atom)